l

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


 ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে বাণিজ্যযুদ্ধ আরও জোরালো করার ইঙ্গিত দিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ শুল্ক–সংক্রান্ত চিঠিতে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ব্রাজিল আক্রমণ করছে। ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, তিনি বলসোনারোকে শ্রদ্ধা করেন এবং তাঁর বিরুদ্ধে চলমান বিচারকে ‘আন্তর্জাতিক লজ্জা’ বলে আখ্যায়িত করেছেন।

Previous Post Next Post